নন্দিত অভিনেতা মোশাররফ করিম বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয়। তার অভিনয়ের মাধ্যমে তিনি শুধু দেশেই নয়, দেশের বাইরেও দর্শকদের মন জয় করেছেন।
তবে মাঝেমধ্যে তার মনে হয় অভিনয় ছেড়ে দেবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। তখন মনে হয়, আমি ভুল ভাবছিলাম। অন্য কিছু পারি না, উপভোগও করতে পারি না।”
তিনি আরও জানান, অভিনয় ছাড়লে তার সাংবাদিকতা করার ইচ্ছা রয়েছে। কথাটি আরো বিশ্লেষণ করতে গিয়ে অভিনেতা আরো বলেন, “সাংবাদিকতার সৃজনশীলতা আমাকে আকর্ষণ করে। অনেক সময় মনে হয় তারিক আনাম খান ভাই বা আবুল হায়াত ভাইয়ের দীর্ঘ ইন্টারভিউ নিতে চাই। সাংবাদিকতা হচ্ছে নতুন কিছু শেখা ও জানার দারুণ ক্ষেত্র।”
অভিনেতা সাংবাদিকতাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং জানান, অভিনয় ছাড়লে তিনি লেখালেখি ও সাংবাদিকতার দিকে মনোযোগ দিতে চান।
এদিকে, আসছে আগস্টে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে মাহমুদুল হাসান টিপু পরিচালিত তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’। এতে তার স্ত্রী রেবেনা রেজা জুঁইও অভিনয় করেছেন।