কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে শিশুসহ চারজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে একটি সিএনজি রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।