🗓️ তারিখ: সোমবার, ১১ আগস্ট ২০২৫
📰 নিউজ ডেস্ক | বাংলা নিউজ ষ্টেশন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন-এর চাঁদা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
সোমবার (১১ আগস্ট) দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত চিঠিতে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে যা বলা হয়েছে
“গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
ফেসবুকে ভাইরাল ভিডিওর ঘটনা
এর আগে রোববার ফেসবুকে ভাইরাল হওয়া দেড় মিনিটের ভিডিওতে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠে নিজাম উদ্দিনের বিরুদ্ধে।
ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের একজন মেসেঞ্জারে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলছেন। কথোপকথনে আফতাব জানতে চান —
“যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করবো?”
জবাবে নিজাম উদ্দিন বলেন —
“আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে?”
আফতাব “হ্যাঁ” বললে তিনি জিজ্ঞেস করেন —
“কত টাকা দিয়েছে?”
উত্তরে আফতাব বলেন —
“পাঁচ” (লাখ টাকা)।
তখন নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় —
“আরও বেশি নিও, প্রেশার দিয়ে দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা।”
অভিযোগকারীর বক্তব্য
ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লেখেন —
“সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটি শুধু দুর্নীতিই নয়, ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
রাহাদুল ইসলাম দাবি করেন, এর আগেও নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
নিজাম উদ্দিনের প্রতিক্রিয়া
অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন বলেন —
“ভিডিওগুলো পুরোনো এবং পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এগুলো প্ল্যানড ভিডিও। যে ভিডিও করেছে (আফতাব), সে লাইভে এসে বিস্তারিত বলবে।”
এছাড়া এনসিপির পাঠানো কারণ দর্শানোর চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান —
“আমি যথাযথ ব্যাখ্যা পাঠিয়ে দেব।”
পূর্বের অভিযোগ
এর আগে ৫ জুলাই চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এক নারী লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ২ কোটি টাকা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম উদ্দিন। সে সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর পদ থেকে স্থগিত করা হলেও পরে আবার ফিরিয়ে দেওয়া হয়।