দেশে থাকলেও ঢাবিতে যেতাম না: বিবিসিকে সাদ্দাম

প্রকাশিত: রবিবার , ১০ আগস্ট ২০২৫

saddam chatroleague, bangla news station
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশে থাকলেও যেতেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ সভাপতি সাদ্দাম হোসেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের বড় রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাদ্দাম দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় রয়েছেন। কলকাতায় একটি ভবনের ৮ম তলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি ‘পার্টি অফিস’ খোলা হয়েছে, যেখান থেকে এখন দলের অঘোষিত রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্যাম্পাসে না যেতে পারার বেদনা
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাদ্দাম হোসেন জানান, তিনি দীর্ঘদিন ক্যাম্পাসে যেতে না পারায় কষ্ট অনুভব করেন। তবে তার দাবি, “দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না।”
তিনি বলেন, “এক বছর ধরে ক্যাম্পাস মিস করি। কিন্তু বর্তমানে হাজার হাজার ছাত্রলীগকর্মী ক্লাস, পরীক্ষা দিতে পারছেন না, এমনকি সার্টিফিকেটও পাচ্ছেন না—শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে।”

আওয়ামী লীগ ঘরানার পরিবারকে টার্গেট
সাদ্দামের অভিযোগ, “এটা শুধু ছাত্রলীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটছে। বহু ছাত্র এইচএসসি পরীক্ষাও দিতে পারেনি, শুধুমাত্র আওয়ামী লীগ ঘরানার পরিবারের সন্তান হওয়ায়।”

ভারতে রাজনৈতিক কার্যক্রম
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ছাড়াও বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর অসংখ্য শীর্ষ নেতা। তাদের মতে, দলীয় নেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতারা ভারতে থাকায় এখান থেকেই রাজনৈতিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *