নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান ও বুবলী

banglanewsstation, bangla news station, shakib khan and bulbli new yorkk

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। কিছুদিন আগে খবর মেলে— ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলীও। তবে যাত্রার দিনক্ষণ গোপন রেখেছিলেন দুজনই।

bangla news station

সম্প্রতি নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে নেমে শাকিব ছেলের হাত ধরে হাঁটছেন, পেছনে হাঁটছেন বুবলী। দৃশ্যটি নিখাদ পারিবারিক মুহূর্তের আভাস দিচ্ছিল।

ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে নিরিবিলি পরিবেশে ছেলেকে নিয়ে সময় কাটাতেই রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা।

bangla news station
bangla news station

জানা যায়, এর আগে দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক ও নায়াগ্রাসহ একাধিক শহরে ঘুরে বেড়ান তারা। দেশ ফিরে শাকিব বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” এবার ছোট ছেলে বীরের জন্যও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটছে।

bangla news station
bangla news station

চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *