পার্বত্য চট্টগ্রামে আন্তর্জাতিক আদিবাসী দিবস — অধিকার আদায়ে গর্জে উঠলো পাহাড়

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ । বাংলা নিউজ স্টেশন ডেস্ক 

আন্তর্জাতিক আদিবাসী দিবস
আন্তর্জাতিক আদিবাসী দিবস, ছবিঃ সংগৃহীত

আজ শনিবার, সকাল থেকে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রা, নাচ–গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। নিজ নিজ জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে হাজারো পাহাড়ি তরুণ-তরুণী অংশ নিচ্ছেন এই উৎসবে।

বক্তারা অভিযোগ করেছেন— স্বাধীনতার পর থেকে দেশের কোনো সরকারই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য।

বান্দরবানে রাজার মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি মালিকানা নিশ্চিতকরণ এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ছাড়া পাহাড়ের সংকট কাটবে না। মারমা, ত্রিপুরা, ম্রো, খেয়াং, খুমি, তঞ্চঙ্গ্যা, চাকমা, রাখাইনসহ অন্তত ১১টি জাতিগোষ্ঠীর মানুষ এতে অংশ নেন।

রাঙামাটির অনুষ্ঠানে জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার বলেন— “আমরা কেবল ইতিহাস হারাচ্ছি না, আমরাও হারিয়ে যাচ্ছি।” বক্তারা আরও জানান, মাতৃভাষায় শিক্ষা ও ভূমি অধিকার রক্ষা করা জরুরি।

খাগড়াছড়িতে শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা পাহাড়ি নারী ও শিশুর নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ, ভূমি কমিশন কার্যকর করা এবং জাতিসংঘ ঘোষণাপত্রে স্বাক্ষরের আহ্বান জানান।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারমা স্টুডেন্টস কাউন্সিলের উদ্যোগে মৌন প্রতিবাদ সমাবেশ হয়। বক্তারা অভিযোগ করেন— পাহাড়ে বম জনগোষ্ঠীকে অন্যায্যভাবে বন্দী রাখা হচ্ছে, ভূমি বেদখল ও নারীর প্রতি সহিংসতা বাড়ছে।

উৎসবমুখর পরিবেশে হলেও, বক্তাদের কণ্ঠে ক্ষোভ স্পষ্ট— পাহাড়ের মানুষ এখনো সমান নাগরিক অধিকার থেকে বঞ্চিত, এবং ন্যায়বিচার ও স্বীকৃতির জন্য তাঁদের লড়াই অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *