খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাক্তন স্ত্রীর নতুন স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন সাবেক স্বামী। নিহতের নাম আলামিন শিকদার (৩৩), তিনি ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ জানায়, শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের বাসিন্দা আসাদুল ইসলাম আলামিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, নিহত আলামিন ও তার স্ত্রী দুজনেই স্থানীয় বাসিন্দা। আসাদুল ইসলাম ছিলেন ওই নারীর প্রথম স্বামী। আলামিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আসাদুলের সন্দেহ ছিল। একপর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আলামিনকে বিয়ে করেন। এই ক্ষোভ থেকেই আসাদুল হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আসাদুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।