‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার

screenshot 2025 07 30 124151

বরিশালের বাকেরগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা।

নিহত হাসান গাজী (২০) বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকার বাসিন্দা জাফর গাজী (৪৮) ও নাজমা বেগমের (৪০) একমাত্র ছেলে। জানা যায়, হাসান দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল। নেশার টাকা না পেলে প্রায়ই ঘরে ভাঙচুর করত এবং মা-বাবাকে মারধর করত।

মঙ্গলবার দুপুরে নেশার জন্য ৫ হাজার টাকা দাবি করে ঘরে ভাঙচুর শুরু করে হাসান। বাধা দিতে গেলে বাবাকে মারধর করে এবং এরপর মা এগিয়ে এলে তাকেও মারধর করে। তখন ক্ষিপ্ত হয়ে মা-বাবা মিলে লোহার পাইপ দিয়ে হাসানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিকেল ৪টার দিকে জাফর গাজী ও নাজমা বেগম থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং হত্যার কথা স্বীকার করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আবুল কালাম আজাদ জানান, এটি পারিবারিক কলহ থেকে ঘটেছে। তবে যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে, তাই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোক নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবার এই করুণ সিদ্ধান্ত এখন সবার মাঝে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

2 thoughts on “‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *