প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ । বাংলা নিউজ স্টেশন ডেস্ক । স্থান: রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য অফার পেয়েছেন। মোট বৃত্তির মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এর মধ্যে বিশ্বখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করেছেন তিনি, যা যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজ থেকে দেওয়া হয় এবং এটি একটি ফুল-রাইড স্কলারশিপ।
বিশ্বজুড়ে প্রতিবছর মাত্র চারজন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হন। এবারের ব্যতিক্রমী অর্জন—যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কেবল বাংলাদেশের মীম-ই এই সুযোগ পেয়েছেন। বিষয়টি দেশের জন্য যেমন গর্বের, তেমনি তরুণদের জন্য বিশাল অনুপ্রেরণার।
প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি ছিল ছোটবেলা থেকেই মীমের আগ্রহ
প্রথম থেকেই প্রযুক্তির প্রতি ছিল মীমের টান। সপ্তম শ্রেণিতে নিজেই তৈরি করেন একটি ওয়েবসাইট, নবম শ্রেণিতে প্রতিষ্ঠা করেন ৬৫ জন সদস্যের একটি প্রোগ্রামিং ক্লাব। করোনাকালে ঘরে বসেই গড়ে তোলেন একটি মিনি রোবটিক্স ল্যাব এবং নির্মাণ করেন ‘কিবো’ নামের একটি রোবট, যা খাবার পরিবেশনে সক্ষম।
মীম চট্টগ্রাম শহরের অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। ছোটবেলায় মা-বাবার সঙ্গে একটি বিদেশ ভ্রমণের সময় তার মধ্যে বিদেশে পড়াশোনার স্বপ্ন গেঁথে যায়। তিনি হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্স (ডুয়েল-ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করবেন।
১ আগস্ট বিকেলে মীমের নিজ এলাকা রাঙ্গুনিয়ার সরফভাটা বড়বাড়িতে স্থানীয়দের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন এলাকার বিশিষ্টজনরা, যারা তার অর্জনে গর্ব প্রকাশ করেন এবং মীমকে দেশের মুখ উজ্জ্বল করার জন্য ধন্যবাদ জানান।
মীম যা বললেন নিজের যাত্রা সম্পর্কে
“সহশিক্ষা কার্যক্রম আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিতর্ক, চিত্রাঙ্কন, গান, বিজ্ঞান মেলা—সবকিছুতেই অংশ নিয়েছি। সেইসব অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করেছে। ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করেছি। মা-বাবা আর শিক্ষকদের সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না।”