সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির সবাই গ্রেফতার, শেষজন ঢাকায় ধরা

🗓️ তারিখ: সোমবার, ১২ আগস্ট ২০২৫
📰 গাজীপুর | বাংলা নিউজ স্টেশন

সাংবাদিক তুহিন হত্যা ৮ আসামির সবাই গ্রেফতার, শেষজন ঢাকায় ধরা
ছবি সংগৃহীত

গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যা মামলার সর্বশেষ আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মাধ্যমে মামলার ৮ আসামির সবাই পুলিশের হাতে ধরা পড়ল।

সোমবার (১১ আগস্ট) রাতে আরমানকে ঢাকায় গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানান —

“তুহিন হত্যায় সরাসরি অংশ নেয়াদের একজন আরমান। সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা যে ব্যক্তিকে দেখা যায়, তিনিই আরমান। বেশ কিছুদিন ধরে তাকে খুঁজছিলাম, অবশেষে র‍্যাব তাকে ঢাকায় আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।”

আরো পড়ুনঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৭, র‍্যাব শনিবার ব্রিফ

bangla news staiton today news bd
ছবি সংগৃহীত

এর আগে শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে জানান — সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে শহিদুল নামে একজনকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হলেও পরবর্তীতে তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

আরো পড়ুনঃ কি হচ্ছে গাজীপুরে: সাংবাদিককে পেটানো, খুন ও ব্যাগে মরদেহ উদ্ধার – একের পর এক ভয়ংকর ঘটনা

screenshot 2025 08 08 161718
ছবি সংগৃহীত

জিএমপি কমিশনার আরও বলেন —

“আমরা আসামিদের গ্রেফতার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজ হাতে আছে এবং অধিকাংশ প্রমাণ সংগ্রহ শেষ হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই দ্রুত চার্জশিট দেওয়া হবে। ভিডিও প্রমাণগুলোও ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।”

আরো পড়ুনঃ বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা: গণমাধ্যমের কণ্ঠরোধের ভয়াবহ বার্তা?

garijpure sangbdik hotta
ছবি সংগৃহীত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *