শনিবার, ৯ আগস্ট ২০২৫ | প্রকাশক: বাংলা নিউজ স্টেশন

মধ্যরাতে ছাত্রদের বিক্ষোভে উত্তাল পুরো ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এবং আবাসিক হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও, সেসব অগ্রাহ্য করে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা প্রতিবাদে অংশ নেন। টিএসসি এলাকায় একে একে জমা হতে থাকেন কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেষা মুজিব হল, কুয়েত মৈত্রী হলের ছাত্রী এবং হাজী মুহম্মদ মুহসীন হল ও এ এফ রহমান হলের ছাত্ররা।
শিক্ষার্থীরা হলে অবস্থান কর্মসূচি পালন ও শ্লোগান দিতে থাকেন— ‘হল কমিটির বিরুদ্ধে, ডাইরেক্ট একশনে’, ‘গুপ্ত কমিটির বিরুদ্ধে, ডাইরেক্ট একশনে’ সহ নানা প্রতিবাদী ধ্বনি উঠে আসে তাদের কণ্ঠে।

বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা প্রভোস্টের কাছ থেকে লিখিত নিশ্চয়তা আদায় করেন যে, ৮ আগস্ট রাত ১১টার মধ্যে ছাত্রদলের ঘোষিত হল কমিটি স্থগিত করা না হলে সংশ্লিষ্টদের হল থেকে বহিষ্কার করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে শিক্ষার্থীদের দাবি, তারা সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই প্রতিবাদে নেমেছেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো ক্যাম্পাসে আরও বড় আন্দোলনের সম্ভাবনার কথা বলছেন আন্দোলনকারীরা।