সন্তান জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা-মা সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেন, সন্তানের সুখের জন্য জীবন গড়েন। কিন্তু স্পেনের এক দম্পতির কাজ বিশ্বজুড়ে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ছুটির আনন্দে তারা ভুলে গেলেন বাবা-মা হওয়ার দায়িত্ব।
সম্প্রতি স্পেনের একটি বিমানবন্দরে ১০ বছরের এক ছেলেকে একা ফেলে রেখে ছুটি কাটাতে চলে যান তার বাবা-মা। কারণ? ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভিসা হয়নি। অথচ সন্তানের সঙ্গে না গিয়ে তারা বিমানে উঠে পড়েন ছুটি কাটাতে!
ঘটনাটি প্রকাশ্যে আসে এক বিমান পরিষেবা কর্মীর টিকটক ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, বিমানবন্দরের টার্মিনালে একা বসে কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট ছেলেটি। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়।
এয়ার-অপারেশন কোঅর্ডিনেটর লিলিয়ান জানান, ছেলেটি পুলিশকে বলেছে তার মা-বাবা ছুটি কাটাতে চলে গেছেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভিসা না হওয়ায় তাকে বিমানবন্দরে ফেলে রেখে এক আত্মীয়কে ফোন করে তুলে নেওয়ার কথা বলেছেন। কিন্তু সেই আত্মীয় আসতে দেরি করায় ছেলেটিকে ঘন্টার পর ঘন্টা একা কাঁদতে দেখা যায়।
লিলিয়ান বলেন, “একজন বাবা-মা কীভাবে এমন নির্দয় হতে পারে? সন্তান জীবনের সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় অগ্রাধিকার। অথচ এখানে বাবা-মা নিজেদের আনন্দকেই বেছে নিলেন সন্তানের চেয়ে বেশি।”
বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের প্রতি বাবা-মায়ের প্রথম দায়িত্ব নিরাপত্তা, স্নেহ এবং যত্ন নিশ্চিত করা। পাসপোর্ট সমস্যার জন্য যদি ছেলের ভ্রমণ সম্ভব না হয়, তাহলে স্বাভাবিকভাবেই ভ্রমণ বাতিল করে তার পাশে থাকা উচিত ছিল বাবা-মায়ের। কিন্তু এই ঘটনায় তা হয়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ফ্লাইটে বসে থাকা দম্পতিকে চিহ্নিত করে। তাদের ব্যাগপত্র ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ছেলেটির কাছে এনে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
তবে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, “এমন বাবা-মায়ের হাতে কোনো সন্তানের থাকা নিরাপদ নয়।” কেউ কেউ মন্তব্য করেছেন, “এমন ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বাবা-মা হওয়া কেবল সন্তান জন্ম দেওয়ার নাম নয়, এটি দায়িত্ব ও ত্যাগের প্রতিশ্রুতি।”
এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার লিলিয়ান বলেন, “আমি বহু বছর ধরে এই কাজে আছি। কিন্তু সন্তানের পাসপোর্টের সমস্যা থাকায় তাকে বিমানবন্দরে ফেলে রেখে বাবা-মায়ের ছুটিতে চলে যাওয়ার ঘটনা সত্যিই অকল্পনীয়!”
তিনি যোগ করেন, “সন্তানকে পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষিত রাখার দায়িত্ব বাবা-মায়ের। নিজের আনন্দের জন্য সেই দায়িত্ব ভুলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”