বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মৎস্যজীবী দলের নেতাকে পিটিয়ে হত্যা

banglanewsstation, bangla news station 4

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দলীয় কার্যালয়ের ভাড়া নিয়ে বিরোধের জেরে এক মৎস্যজীবী দলের নেতাকে শাটার ফেলে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৫০)। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকার বাসিন্দা।

পরিবারের দাবি, দোকান ভাড়ার টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় বিএনপির একাংশের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন স্থানীয় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে বিএনপি থেকে ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

নিহতের ছেলের বর্ণনা

নিহতের বড় ছেলে রাসেল ভূঁইয়া বলেন,
“ভাড়া না দেওয়ায় তিন মাস ধরে আমরা দোকান ছাড়তে বলছিলাম। বুধবার সকালে আমি ও আমার বাবা দোকানে গিয়ে শাটারে কাজ করছিলাম। কিছুক্ষণ পর আমি বাড়ি চলে আসি। পরে খবর পাই তোতা মিয়া ও তার ভাই-ভাতিজারা মিলে আব্বাকে পার্টি অফিসের শাটার ফেলে পিটিয়েছে। হাসপাতালে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।”

মেয়ের অভিযোগ

নিহতের মেয়ে নিলুফা আক্তার বলেন,
“ঘটনার পর থেকে আমরা ভয়ে আছি। এখনো বিএনপির পক্ষ থেকে কেউ খোঁজ নেয়নি। অথচ আমার বাবাও দলের মিছিল-মিটিংয়ে যেতেন।”

পুলিশের বক্তব্য

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন,
“এই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পরিবারের ভয়ের কোনো কারণ নেই, আমরা তাদের নিরাপত্তায় আছি।”

বিএনপির শাস্তিমূলক ব্যবস্থা

ঘটনার পর জেলা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত ৯ জনকে বহিষ্কার করেছে। দলীয় সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে সংগঠনের পক্ষ থেকেও তদন্ত চলছে।

নিহত জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ঘটনার দ্রুত বিচার দাবি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *