প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রংপুরে কবিরাজ গ্রেপ্তার

সোমবার | ১১ আগস্ট ২০২৫ | বাংলা নিউজ ডেস্ক

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রংপুরে কবিরাজ
ছবি সংগৃহীত

রংপুরে ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মিন্টু মিয়া নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১০ আগস্ট) রাতে র‍্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানার কেরানীহাট এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করে।

মিন্টু মিয়া পেশায় কবিরাজ। চিকিৎসার জন্য তিনি মাঝে মাঝে ভুক্তভোগীর বাড়িতে যেতেন। এ সময় তিনি ভুক্তভোগীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখান।

র‍্যাবের তথ্যমতে, গত ১ জুলাই দুপুরে মিন্টু মিয়া ওই নারীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী ৮ আগস্ট রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, চিকিৎসার কথা বলে এমন জঘন্য অপরাধ সংঘটিত করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *