
২০১৯ সালের শুরুতে যাত্রা শুরু করে ‘বাংলা নিউজ স্টেশন’ আজকে একটি বিশাল সাফল্যের মাইলফলকে পৌঁছেছে। আমাদের ফলোয়ার এখন ৫ লাখ, যা আমাদের পরিশ্রম, প্রতিশ্রুতি ও আপনাদের অমূল্য সমর্থনের ফল।
এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের নেটওয়ার্কের অন্যান্য পেজগুলোর সাফল্যও। ‘Celebrity Maniac’ আমাদের একটি জনপ্রিয় পেজ, যার ফলোয়ার সংখ্যা ৩৮৫ হাজার, ‘Rising News Bangla’ পেয়েছে প্রায় ৫৫ হাজার ফলোয়ার, ‘Upcoming News’ এর ফলোয়ার ২২ হাজার, এবং ‘Today News BD’-র ফলোয়ার ৮৮ হাজার।
আমাদের এই নেটওয়ার্কের সাফল্য শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের একসাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ও আপনাদের ভালোবাসার ফল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পথ চলা আরও এগিয়ে যাবে, আপনাদের সমর্থন নিয়ে।
এই আনন্দের মুহূর্তে আমরা সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই!