দিনাজপুরে ট্রাক চাপায় দেড় মাসের শিশু ও মায়ের মৃত্যু

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ 

0 dinazpur
ছবি সংগৃহীত

স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কহিনুর বেগম, কোলে মাত্র দেড় মাসের শিশু রিসাত। পথে ইজিবাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন তারা। পেছন থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ যায় মা-ছেলের।

দিনাজপুরের বিরামপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কহিনুর বেগম (২৭) এবং তাঁর দেড় মাসের শিশু পুত্র রিসাত কাইফ। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কহিনুর বেগম উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী। তিনি পেশায় ছিলেন পরিবার কল্যাণ সহকারী, কর্মস্থল হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেদিন সকালে শ্বশুরবাড়ি শালপুকুর থেকে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন কহিনুর। কোলে ছিল ছোট্ট রিসাত। বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায় তাঁদের মোটরসাইকেল।

নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই মহাসড়কের ওপর পড়ে যান। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মা ও শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিস ও থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান—

“দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

কহিনুর বেগমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। মাত্র দেড় মাস আগে জন্ম নেওয়া রিসাতকে হারিয়ে শোকাহত পরিবার ও প্রতিবেশীরা। গ্রামে চলছে কান্নার রোল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *