অরিত্রর পর আবারো সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

কক্সবাজার, ১৫ আগস্ট ২০২৫

অরিত্রর পর আবারো সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু
ছবি প্রতিকের জন্যে ব্যাবহার করা হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ে ভেসে গিয়ে সামির (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক ছিলেন। সকালে চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসে কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা হোটেলে উঠেছিলেন তারা। সেখান থেকে সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে সামির ভেসে যান।

বন্ধুরা জানান, ঘটনাস্থলে কোনো লাইফগার্ড সদস্য উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর ঢেউ সামিরকে কূলের কাছে নিয়ে এলে তিন বন্ধু মিলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেন। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ বলেন,

“খবর পেয়ে হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বর্ণনা দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”

মৃতদেহ মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের পথে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *