পুকুরের পানিতে ডুবে জাচ্ছিল সাদিয়া, বৃষ্টি টেনে তুলতে গিয়ে দুইজনেরি মৃত্যু

১৬ আগস্ট ২০২৫

gemini generated image yjx4e8yjx4e8yjx4
সিম্বলিক ছবি

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশু মারা গেছেন। নিহতরা হলেন চইনুল আলমের মেয়ে বৃষ্টি আক্তার (১১) এবং শাহিনুর ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)। তারা উভয়েই ইউনিয়নের বার আউলিয়া সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো।

মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন জানান, জুম্মার নামাজের পর ৬-৭ জন শিশু চইনুল আলমের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় সাদিয়া আক্তার মোটরসাইকেলের অব্যবহৃত টিউব নিয়ে সাতার শেখার চেষ্টা করছিল। এই সময় টিউব পিছলে সাদিয়া ডুবে যেতে শুরু করলে বৃষ্টি আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে একইভাবে পুকুরের গভীরে তলিয়ে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে বৃষ্টিকে উদ্ধার করলেও সাদিয়াকে আরও ২০ মিনিট পরে পুকুর থেকে বার করা যায়। দুই শিশুকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির বলেন, “হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুরা মারা গিয়েছিল।” এছাড়া আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার নিশ্চিত করেন যে মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (UD) মামলা দায়ের করা হয়েছে।

দুর্ঘটনার এই ঘটনা এলাকার মানুষের জন্য এক গভীর শোকের সংবাদ। পিতামাতাদের প্রতি সতর্কবার্তা হিসেবে বলা যায়, শিশুদের পানির আশেপাশে অতিরিক্ত নজর দেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *