বগুড়া প্রতিনিধি | ১৮ আগস্ট, ২০২৫

বগুড়ায় এক খাল থেকে ছয়টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বারপুর এলাকায় বারখি খাল থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং বোম ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে।
কীভাবে উদ্ধার হলো গ্রেনেডগুলো
স্থানীয় মানিক নামের এক যুবক দুপুরে পরিবারের দুই সদস্যকে নিয়ে বারখি খালে মাছ ধরতে যান। মাছ ধরার আগে খালের পানি নিষ্কাশনের সময় হঠাৎ একটি পাতিলে প্রথমে চারটি হ্যান্ড গ্রেনেড উঠে আসে। দ্রুত তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনা সদস্যরা খালে অভিযান চালালে আরও দুটি গ্রেনেড উদ্ধার হয়। সব মিলিয়ে মোট ছয়টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা
সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে গ্রেনেডগুলোর ধরন ও অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভয়ে খালের আশপাশ থেকে দূরে অবস্থান করছেন।
পুলিশের বক্তব্য
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো আপাতত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
হঠাৎ গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।