জানাজায় ব্যস্ত খামারি, ৮০০ হাঁস লুট!

📅 মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫৮

singra chicken theft 2025
হাঁস লুট করে নিয়ে যাওয়ায় শূন্য পড়ে আছে খামার। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া উপজেলায় আজমল হকের হাঁসের খামারে পরিকল্পিত হামলার ঘটনায় প্রায় ৮০০ হাঁস লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খামারের মালিক আজমল হক ও গ্রামের বাসিন্দারা স্থানীয় এলাহি বক্সের জানাজায় ব্যস্ত ছিলেন। এ সুযোগে খোলাবাড়িয়া গ্রামের শায়বারের নেতৃত্বে ৭-৮ জন খামারে প্রবেশ করে দুজন কৃষানকে মারধর করে আটকে রাখে এবং খামার থেকে হাঁসগুলো লুট করে নিয়ে যায়।

খামারের এক কৃষান বাবু জানিয়েছেন, “আমি খামারেই ছিলাম, হঠাৎ দেখি কয়েকজন গেট দিয়ে হাঁস বের করছে। বাধা দেওয়ায় আমাকে পানির মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করা হয়।” আরেক কৃষান শফি বলেন, “মারধরের চিহ্ন স্পষ্ট। শায়বারকে নিজ চোখে হাঁস তাড়াতে দেখেছি। পুলিশ এলে সে স্বীকার করে হাঁস নিয়েছে, কিন্তু ফেরত দেবে না।”

singra chicken theft 2025
ছবি : কালবেলা

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, অভিযুক্ত শায়বার স্বীকারোক্তি দিলেও হাঁস ফেরত দেয়নি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও ভুক্তভোগী স্থান ত্যাগ করে। খামারের মালিক আজমল হক আইনের আশ্রয় নেন।

আজমল হক জানান, প্রতিদিন এই ৮০০ হাঁস প্রায় ৫০০ ডিম দেয়। হাঁসগুলো উদ্ধার না হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যার ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, ভুক্তভোগী খামারি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত চালাচ্ছে এবং সত্যতা পেলে মামলা রুজু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *