মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বান্দরবানের দৃষ্টিনন্দন টানেলটি নির্মাণের তিন বছর না যেতেই ঝরনার মতো পানি পড়তে শুরু করেছে। টানেলটির দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট এবং এটি বান্দরবান বর্তমান বাসস্ট্যান্ড থেকে হাফেজঘোনা কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত সংযুক্ত। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে এ টানেলটি নির্মাণ করা হয়।
২০২৩ সালের ২৭ অক্টোবর উদ্বোধন হওয়া এই টানেলটির মাধ্যমে যানজট কমানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে যানজট আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে ব্যাপক দুর্নীতি হয়েছে।
টানেলের বেশ কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয়ে ছাদ থেকে পানি পড়ছে। এতে টানেলের কাঠামো দুর্বল হয়ে পড়ার পাশাপাশি ছাদ ধসে পড়ার ঝুঁকি রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণকালীন সময়ে পাহাড় কর্তন করে মাটি বিক্রি এবং অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
বর্তমানে টানেলটির অবস্থা মরণফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াসির আরাফাত জানান, টানেলের উপরের পাইপলাইন চুরি হয়ে যাওয়ার কারণে পানি জমে ছাদ থেকে পড়ছে। তবে দ্রুত সংস্কার করে এটি পৌরসভার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্নীতির সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।