শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে এবং সাবেক ‘হিট অফিসার’ খ্যাত বুশরা আফরিনের স্বামী জাওয়াদের মালিকানাধীন সিসা লাউঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে।
বুধবার (২০ আগস্ট) গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য এবং নগদ অর্থ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে— আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযানে প্রায় সাড়ে চার কেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা, দশটি হুক্কা, আটটি পাইপ, ১২ কেজি কোকোনাট চারকোল এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও লাউঞ্জ পরিচালনার গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, জায়গাটি প্রথমে ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেয়া হলেও অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট ও সিসা বার হিসেবে চালু করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে সিসা ও মাদক বিক্রি হতো বলে প্রমাণ মেলে।
এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তদের বেশিরভাগই সিসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
জনমনে প্রতিক্রিয়া
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজধানীর কেন্দ্রস্থলে দীর্ঘদিন ধরে কীভাবে এ ধরনের অবৈধ কার্যক্রম চলছিল।
আইনগত ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই অবৈধ ব্যবসায় আর কারা যুক্ত ছিল তা খুঁজে বের করা হবে। অভিযানে উদ্ধারকৃত সিসা ও মাদকদ্রব্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।