রবিবার, ৩১ আগস্ট ২০২৫

সিনেমার মতো অদ্ভুত প্রেমের কাহিনি এবার ঘটল বাস্তব জীবনে।
এক যুবক প্রেমিকার ফোন একটানা ব্যস্ত পাওয়ায় রাগের মাথায় এমন কাজ করলেন, যা দেখে হতবাক হয়ে গেছে নেটপাড়া।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক যুবক বিদ্যুতের হাইটেনশন খুঁটিতে উঠে হাতে বড় তার কাটার যন্ত্র দিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন। ঘটনার কারণে মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই একে “অন্ধ প্রেমের ভয়াবহ উদাহরণ” বলে মন্তব্য করেছেন।
একজন নেটিজেন লিখেছেন, “অনেক প্রেমিককে দেখেছি, কিন্তু প্রেমিকার ফোন ব্যস্ত পেয়ে গোটা গ্রামের বিদ্যুৎ কেটে দেওয়ার মতো প্রেমিক এই প্রথম দেখলাম।”
আরেকজন মজা করে লিখেছেন, “প্রেমে ক্ষোভে সাধারণত হাত কেটে ফেলে, এ তো পুরো গ্রামের শিরাই কেটে ফেলল।”
শুধু তাই নয়, আরেকজনের মতে, “কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এই প্রেমিকের কারণে এখন গোটা গ্রাম অন্ধকারে ডুবে গেল।”
ঘটনার জায়গা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় তার কাটতে থাকা যুবককে। এ ঘটনা সাধারণ মানুষের মধ্যে যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি ক্ষোভও তৈরি করেছে।
তবে এটি নতুন কিছু নয়। ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক যুবক প্রতিদিন সন্ধ্যায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ কেটে দিতেন, শুধুমাত্র তার প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করার জন্য। একসময় স্থানীয়রা বিষয়টি বুঝে ফেললে ঘটনাটি প্রকাশ্যে আসে।
সব মিলিয়ে, সিনেমায় অযৌক্তিক প্রেমের গল্প যেমন দেখা যায়, বাস্তবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে এমন ঘটনাগুলিতে। আর এতে আবারও প্রমাণিত হলো, প্রেমে পড়লে মানুষ অনেক সময় বিবেক-বুদ্ধির বাইরে চলে যায়।