৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫-এ প্রকাশিত খবরে জানা যায়, শ্বশুর-শাশুড়ি ও ননদদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়ে একই প্রেমিকের সঙ্গে পালান দুই গৃহবধূ। তবে পালানোর চেষ্টা সফল হয়নি। পুলিশের হাতে ধরা পড়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। এতে দুই ভাই অভিযোগ করেন, তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন প্রতিবেশী যুবক আরিফ মোল্লা। এমনকি আরিফের স্ত্রীও অভিযোগ করেন, তার স্বামী দুই গৃহবধূর সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাদের নিয়ে পালিয়েছেন।
মঙ্গলবার বিষয়টি পুলিশের নজরে আসতেই শুরু হয় তল্লাশি অভিযান। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শেষমেশ দুই গৃহবধূকে আটক করে পুলিশ। তবে এরই মধ্যে আরিফ মোল্লা পালিয়ে যেতে সক্ষম হন। তাকে ধরতে ইতোমধ্যেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশি জিজ্ঞাসাবাদে দুই নারী স্বীকার করেন, পরিকল্পনা করেই তারা একই প্রেমিক আরিফের সঙ্গে পালানোর চেষ্টা করেছিলেন। পরিবারের কেউ যাতে বাধা দিতে না পারে, এজন্য পালানোর আগে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুর-শাশুড়ি ও ননদদের অচেতন করেন।
পুলিশ ভ্যানে বসেই ছোট বউ নাজমা স্বীকার করেন—“আমরা একজনের সঙ্গেই পালিয়েছিলাম। তবে চায়ে কোনো বিষ নয়, কেবল ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল।” এসময় তার বড় জা কুলচানও একই কথা জানান।
এ ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই হতবাক হয়েছেন এমন ঘটনার জন্য। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত আরিফকে ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।