৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ রাতে বরকল ইউনিয়নের পূর্ব কানাইমাদারী এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম সাদিয়া সোলতানা আরফি (১৯)। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা মো. শহিদুল্লার মেয়ে।
ঘাতক স্বামীর নাম মিজানুর রহমান রিদুয়ান (৩০)। তিনি বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিদুয়ান মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতের কোনো একসময় তিনি স্ত্রীকে গলাটিপে হত্যা করেন এবং মরদেহ ঘরের বাথরুমে লুকিয়ে রাখেন। বুধবার সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ না খোলায় পরিবারের সদস্যরা সন্দেহ করে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা বাথরুমে আরফির মরদেহ দেখতে পান।
নিহতের মামা নাজিম উদ্দীন জানান, “এক-দেড় মাস আগে ব্যবসার জন্য শ্বশুরের কাছে রিদুয়ান ৩ লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে আরফির ওপর নির্যাতন শুরু করে। ঘটনার দিন রাতে আমার ভাগ্নিকে হত্যা করে বাথরুমে ফেলে রাখে।”
তিনি আরও জানান, সকালে পরিবারের উপস্থিতির খবর পেয়ে রিদুয়ান তড়িঘড়ি করে লাশ বাথরুম থেকে টেনে বের করেন। তবে তাকে সেখানেই আটক করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।