সবচেয়ে পাতলা আইফোনের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫

abidur chowdhury apple iphone air designer

আইফোন ১৭ সিরিজের উন্মোচন

অবশেষে বাজারে এসেছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে এক জমকালো ইভেন্টে নতুন চারটি মডেল লঞ্চ করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। মডেলগুলো হলো— iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone Air।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে iPhone Air, যাকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন বলা হচ্ছে। টাইটানিয়াম দিয়ে তৈরি এই মডেলটিকে অনেকেই অ্যাপলের নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।

আইফোন এয়ারের ডিজাইনে একাধিক নতুনত্ব আনা হয়েছে। এর একটিমাত্র ক্যামেরায় যুক্ত করা হয়েছে টেলিফটো লেন্স এবং এআই প্রযুক্তি, যা ফটোগ্রাফিকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলবে।

ব্যাটারির আকার ছোট হলেও পুরো দিনের ব্যাকআপ দেওয়ার মতোভাবে সেটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে অ্যাপল। দাম রাখা হয়েছে প্রায় ১,১৯,৯০০০ টাকা (২৫৬ জিবি মডেল)।

Ad Page

কে এই আবিদুর চৌধুরী?

এই চমকপ্রদ মডেলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হলেন আবিদুর চৌধুরী, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন।

আবিদুর ২০১৯ সালে অ্যাপলে যোগ দেন এবং গত ছয় বছর ধরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বড় প্রকল্পে কাজ করছেন। নিজের কাজ সম্পর্কে তিনি বলেন— “অ্যাপল এমন একটি আইফোন তৈরি করতে চেয়েছিল, যাতে মনে হয় ভবিষ্যতের একটি অংশ হাতে ধরে রয়েছি।”

শিক্ষাজীবন ও সাফল্য

আবিদুর চৌধুরী যুক্তরাজ্যের Loughborough University থেকে Product Design and Technology বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। পড়াশোনার সময় তিনি একাধিক পুরস্কার অর্জন করেন, যার মধ্যে রয়েছে—

১. 3D Hubs Student Grant (Product Design)
২. James Dyson Foundation Bursary
৩. New Designers Kenwood Appliances Award
৪. Seymour Powell Design Week প্রতিযোগিতায় প্রথম স্থান
৫. ২০১৬ সালে Plug and Play ডিজাইনের জন্য Red Dot Design Award

ক্যারিয়ার যাত্রা

শিক্ষাজীবনের পর তিনি Cambridge Consultants এবং Carventa-তে ইন্টার্নশিপ করেন। পরবর্তীতে তিনি লন্ডনের Layer Design-এ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন।

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজের একটি ডিজাইন স্টুডিও পরিচালনা করেন। এই সময়ে তিনি বিভিন্ন স্টার্টআপ, এজেন্সি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

অবশেষে ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলের সঙ্গে যুক্ত হন। এরপর থেকে তিনি iPhone সহ একাধিক প্রোডাক্টের ডিজাইন টিমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

অ্যাপলের এবারের লঞ্চ ইভেন্টে আবিদুর চৌধুরী শুধু একজন ডিজাইনার হিসেবেই নয়, বরং একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভা হিসেবে আলোচনায় এসেছেন। বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন তৈরিতে তার অবদান প্রমাণ করে, প্রতিভা থাকলে যে কোনো মঞ্চেই বিশ্বকে চমকে দেওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *