Anwar TV, বিভ্রান্তি ছড়ানো তাদের উদ্দেশ্য নয়, মানুষকে হাসানোই মূল লক্ষ্য

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

anwar tv satire response bangladesh
anwar-tv-facebook-page

সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদে বলা হয়েছে, Anwar TV নামে একটি ফেসবুক পেজ নকল লোগো ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করছে। এ বিষয়ে Anwar TV নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

Anwar TV-এর পক্ষ থেকে জানানো হয়,

“আমরা কোনো মূলধারার টেলিভিশন চ্যানেলের বিকল্প নই। আমাদের পেজটি কেবলমাত্র বিনোদন ও স্যাটায়ার কনটেন্ট প্রকাশের উদ্দেশ্যে খোলা হয়েছে। আমরা সমাজের সমসাময়িক বিষয়গুলোকে মজার বা ফান কনটেন্ট আকারে উপস্থাপন করি, বিভ্রান্ত করার উদ্দেশ্যে নয়।”

মানুষ আমাদের মজার কনটেন্ট হিসেবেই চেনে

Anwar TV দাবি করেছে, প্রায় পুরো বাংলাদেশ এখন তাদের ফেসবুক পেজকে একটি স্যাটায়ার প্ল্যাটফর্ম হিসেবে চেনে। তাদের কনটেন্টগুলো মানুষ ফানি, মিম-স্টাইল নিউজ, স্যাটায়ার হিসেবেই উপভোগ করে।

“যারা আমাদের কনটেন্ট দেখেন, তাদের বেশিরভাগই জানেন এটি মজা করার জন্যই তৈরি। তবে কিছু মানুষ বিভ্রান্ত হলে আমরা সেটিকে দুর্ভাগ্যজনক মনে করি।”

Page Disclaimer স্পষ্টভাবে দেওয়া আছে

পেজের ডিটেইলসে স্পষ্ট লেখা আছে—
“এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না। আমরা কেবল সমসাময়িক নিউজ সারকাজম আকারে প্রকাশ করি।”

Anwar TV বলছে, এত পরিষ্কার ডিসক্লেইমার দেওয়ার পরও যদি কেউ ভুল বোঝে, সেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে।

আমাদের উদ্দেশ্য: বিনোদন, বিভ্রান্তি নয়

Anwar TV আরও জানিয়েছে—

“আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর বা বিভ্রান্তি তৈরি করি না। আমরা শুধু মানুষকে হাসাতে চাই, ব্যস্ত জীবনে একটু বিনোদন দিতে চাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *