ইতালিতে পৌঁছার একদিন পর সোহাগ দেওয়ানের মৃত্যু

বুধবার, ২০ আগস্ট ২০২৫

bangladeshi youth sohag dewan dies in rome italy one day after arrival 2025
Bangladeshi youth Sohag Dewan dies in Rome Italy one day after arrival 2025: picture Collected

ইতালির রাজধানী রোমে পৌঁছার মাত্র একদিন পরই মারা গেছেন ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২)। এ আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

পরিবারের সঙ্গে বিদায় জানিয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশ থেকে বিমানে ইতালির উদ্দেশ্যে রওনা হন সোহাগ। পরদিন ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছান তিনি। সেদিন রাতে পরিচিতজনদের সঙ্গে সময় কাটানোর পর ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সকাল চারটার দিকে মারা যান।

সোহাগ দেওয়ানের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে বৈধভাবে কাজ করা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি স্পন্সর ভিসার জন্য আবেদন করেন। একই বছরের ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয়। এরপর ১৭ জুলাই ঢাকার ইতালীয় দূতাবাসে ভিসার আবেদন জমা দেন তিনি। মাত্র ১০ দিনের মধ্যেই, ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা।

আরো পড়ুনঃ মালয়েশিয়া কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে

প্রত্যক্ষদর্শীদের মতে, সোহাগের গলাজনিত ঠান্ডা ও টনসিলের সমস্যা ছিল। দীর্ঘ বিমান ভ্রমণ, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং ঠান্ডাজনিত জটিলতার কারণে টনসিল ফেটে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার এই অকাল মৃত্যুতে শোকাহত বাংলাদেশি কমিউনিটি বলছে, সাধারণত ওয়ার্ক পারমিটের আবেদন করার পর ভিসা হাতে পেতে দুই থেকে তিন বছর সময় লেগে যায়। অথচ সোহাগ মাত্র ১০ দিনের মধ্যেই ভিসা পান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ইতালিতে পৌঁছার একদিন পরই মৃত্যু সংবাদ সবাইকে হতবাক করে দিয়েছে।

অপরদিকে, সন্তানের আকস্মিক মৃত্যু ও ইতালি পাঠাতে ব্যয় করা বিপুল অর্থ নিয়ে শোকে ভেঙে পড়েছেন সোহাগের স্বজনরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *