নেপালের পর এবার উত্তাল ভারতও, বিহারে তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

bihar student protest teacher recruitment 2025

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে ‘জেনারেশন জেড’ তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, আর ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও বিক্ষুব্ধ তরুণদের আন্দোলনে রাজপথ উত্তাল হয়ে উঠেছে।

বিহারে হাজার হাজার চাকরিপ্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

এই বিক্ষোভের মূল ইস্যু ‘Teacher Recruitment Examination – Phase 4’ (TRE-4)। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, বিহার সরকার পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করে নিয়োগের শূন্যপদ অতিরিক্তভাবে কমিয়ে দিয়েছে।

গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে নিতীশ কুমার এর বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করেন।

Ad Page

কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরজুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকারের আগের ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল।

কিন্তু ৫ সেপ্টেম্বর সুনীল কুমার ঘোষণা দেন, এবার মাত্র ২৬ হাজারের কিছু বেশি পদে নিয়োগ দেওয়া হবে। এই ঘোষণায় তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করে বলেন, ‘‘যখন ডোমিসাইল নীতি কার্যকর হয়নি, তখন সরকার কখনো ৫০ হাজার, কখনো ৮০ হাজার, আবার কখনো ১ লাখ ২০ হাজার পদের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নিয়ম চালুর পর সেই সংখ্যা কমিয়ে আনা হয়েছে মাত্র ২৭ হাজার ৯১০-তে। এটা স্পষ্টতই বিহারের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’’

বিক্ষোভকারীদের দাবি, আগে বাইরের রাজ্য থেকে প্রার্থীদের আকৃষ্ট করতে শূন্যপদের সংখ্যা ইচ্ছাকৃতভাবে বেশি দেখানো হয়েছিল। এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতেই তা অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

তারা মনে করিয়ে দিয়েছেন, নিতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বারবার এক লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তা ভঙ্গ করে সরকার তরুণ সমাজকে প্রতারিত করছে।

চাকরিপ্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পূর্ণ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে এই আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র রূপ নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *