মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ঢাকা: ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ জানিয়েছেন, বাংলাদেশে স্বল্পমূল্যে গরুর মাংস রপ্তানির পরিকল্পনা করছে তার দেশ। তিনি বলেন, যদি বাংলাদেশ সরকার ব্রাজিলের মাংসের হালাল সার্টিফিকেট দ্রুত অনুমোদন দেয়, তাহলে বাংলাদেশ মাত্র ১২০ থেকে ১২৫ টাকায় (প্রতি কেজি) গরুর মাংস আমদানি করতে পারবে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। ওই সভাটি ছিল সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ উপলক্ষে।
রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিলের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ (Meat Processing) কারখানা স্থাপনে তারা আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও জানান, বাংলাদেশের গরু ও দুধের উন্নয়নে ব্রাজিল অংশীদার হতে প্রস্তুত।
এছাড়া, বাংলাদেশের কৃষির উন্নয়নে ব্রাজিল প্রযুক্তি সহায়তা দিতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। একইসাথে বাংলাদেশ থেকে ব্রাজিল চামড়া ও জুতা আমদানি বাড়াতে চায়।
আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ব্রাজিল তৃতীয় ফরেন অফিস কনসালটেশন সভায় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং খেলাধুলাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ করে ফুটবলের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে ব্রাজিল প্রস্তুত রয়েছে বলেও রাষ্ট্রদূত ফার্নান্দো জানিয়েছেন।