ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত সাংবাদিকের পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ducsu shibir support tarikul shibli family
ducsu-shibir-support-tarikul-shibli-family

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে ইন্তেকাল করা সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ নিহত সাংবাদিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান। ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

তরিকুল শিবলী ছিলেন চ্যানেল এস-এর রিপোর্টার।
ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে ইন্তেকাল করেন।
তিনি রেখে গেছেন দুই সন্তান — বড় সন্তান আয়াত (৪ বছর) এবং ছোট সন্তান আজমীন (দেড় বছর)

এস এম ফরহাদ তার পোস্টে লেখেন:

“চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে, ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’”

Ad Page

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর পক্ষ থেকে শিশুদের প্রাথমিক খরচের জন্য দুই লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরহাদ।
তিনি আরও বলেন:

“ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।”

তরিকুল শিবলীর মৃত্যুর ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে পরিবারটির পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *