ফরিদপুরে মুক্তিপণ না দেওয়ায় চতুর্থ শ্রেণির শিশুর হত্যা, গ্রেপ্তার ২

বুধবার, ২০ আগস্ট ২০২৫

faridpur bangladesh child tamim talukdar murdered over ransom, suspect arrested 2025
Faridpur Bangladesh child Tamim Talukdar murdered over ransom, suspect arrested 2025, picture: collected

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের তিন দিন পর বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, শিশুটি মুক্তিপণ না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে।

রাতেই গ্রামের থেকে তুহিন শেখকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, মধুখালীর কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামে জমির আইলে আবর্জনার নিচ থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তামিম বড় গোপালদী গ্রামের সৌদি প্রবাসী শামিম তালুকদারের ছেলে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার জানিয়েছে, ১৫ আগস্ট বিকেলে তামিম ঘুরতে বের হয় এবং আর বাড়ি ফেরেনি। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে খোঁজ শুরু হয়। একই রাতে অপহরণকারীরা ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের প্রস্তুতির পরও শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তুহিন প্রায় এক বছর ধরে গৃহপরিচারক হিসেবে তামিমের বাড়িতে কাজ করতেন। এ সুযোগে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তুহিন শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় আরও একজনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, মুক্তিপণ দাবির অভিযোগে শিশুটিকে অপহরণ ও হত্যা মামলায় তুহিন শেখসহ দুইজনকে ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *