আমার নাম মোরশেদ, আমার সঙ্গে ১৯ জন ছিল সবাই তলিয়ে গেছে

বৃহস্পতিবার,২১শে আগস্ট, ২০২৫

bangladeshi fisherman morshed rescued alive after drifting five days in bay of bengal 2025
Bangladeshi fisherman Morshed rescued alive after drifting five days in Bay of Bengal 2025, picture: collected

বঙ্গোপসাগরে টানা পাঁচ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন মোরশেদ (২০) নামের এক জেলে। তবে একই ট্রলারে থাকা অন্য ১৯ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বর্তমানে গুরুতর অসুস্থ মোরশেদ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার সকালে (২০ আগস্ট) পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করা হয়।

এফবি বায়েজিদ ট্রলারের জেলে সিরাজ জানান, “আমরা যখন মোরশেদকে পাই তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। কিছুটা সুস্থ করার পর তিনি শুধু নাম ও ঠিকানা বলেন— তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে এবং তিনি ১৯ জন সঙ্গীর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সবাই সাগরে ডুবে গেছে।” এরপর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েকদিন আগে মাছ ধরার উদ্দেশ্যে ১৯ জন জেলে একটি ট্রলার নিয়ে সাগরে যান। হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। তখন থেকে সবাই নিখোঁজ ছিলেন।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সুপ্রি দাশ বলেন, “অজ্ঞান অবস্থায় মোরশেদকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।”

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, “উদ্ধারের পরপরই আমরা মোরশেদকে হাসপাতালে পাঠাই। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।”

বঙ্গোপসাগরে এ মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র জীবিত হিসেবে ফিরে আসা মোরশেদ জানালেন, তার সঙ্গে থাকা ১৯ জন সাগরে তলিয়ে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *