৩ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দেখা মিলল এক ব্যতিক্রমী আয়োজনের। বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত শোভাযাত্রায় ভ্যানগাড়িতে সাজানো রাজকীয় আসনে বসে শহর ঘুরলেন নয় বছরের এক কন্যাশিশু, যাকে সাজানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে।
শিশুটির নাম রামিসা ফারিহা। সে স্থানীয় জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গলায় ফুলের মালা, চোখে চশমা, হাতে ধানের শীষ আর গোলাপি রঙের শাড়িতে সেজে রামিসা ‘ক্ষুদে খালেদা জিয়া’ রূপে মানুষের সামনে হাজির হলে মুহূর্তেই ভিড় জমে যায়।
শোভাযাত্রার শুরু থেকে রামিসা হাত নাড়িয়ে জনসাধারণকে শুভেচ্ছা জানায়। শুধু তাই নয়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় করে এবং মিষ্টি বিতরণ করে। পরে উত্তর বাজার এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বৃক্ষরোপণও করে ছোট্ট এই শিশু।
রামিসার বাবা জহিরুল ইসলাম রমজান স্থানীয় যুবদলের সঙ্গে সম্পৃক্ত। তিনি জানান, “১৭ বছর পর আমরা প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘনভাবে উদযাপন করছি। আজ মেয়েকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে শোভাযাত্রায় এনেছি। সে খুব খুশি। আপনারা আমার মেয়ে ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতারা। তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই এই প্রতীকী আয়োজন করা হয়েছে।
এদিকে ক্ষুদে খালেদা জিয়াকে দেখে সাধারণ মানুষ মুগ্ধ হন। অনেকেই ছবি তুলেছেন, কেউবা আবার হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি নেতাদের মতে, এই আয়োজন তাদের আন্দোলন-সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।