মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটি কলিং ভিসায় প্রায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি কর্মী নিয়োগ দেবে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ ঘোষণা দেন। এর আগে প্রায় দুই বছর ধরে এই প্রক্রিয়া বন্ধ ছিল।
চার বছরের নিষেধাজ্ঞা শেষে পুনরায় উন্মুক্ত
দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর ২০২২ সালের ৯ আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়। তবে ২০২৩ সালের মার্চে আবারো স্থগিত হয়ে যায়। প্রায় দুই বছর পর মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যেসব খাতে কর্মী নেওয়া হবে
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান, খনি, সার্ভিস সেক্টরের বিভিন্ন উপখাতসহ মোট ১৩টি খাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
- হোলসেল ও রিটেইল
- ল্যান্ড ওয়্যারহাউস
- সিকিউরিটি গার্ডস
- মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস
- রেস্তোরাঁ
- লন্ড্রি
- কার্গো
- বিল্ডিং ক্লিনিং
শর্ত ও সীমাবদ্ধতা
- নির্মাণ খাতে নিয়োগ শুধুমাত্র সরকারি প্রকল্পের জন্য অনুমোদিত হবে।
- উৎপাদন খাতে (ম্যানুফ্যাকচারিং) অগ্রাধিকার দেওয়া হবে নতুন বিনিয়োগকে।
- এবারের প্রক্রিয়ায় কেবল অফিসিয়াল খাতভিত্তিক এজেন্সি আবেদন করতে পারবে। কোনো ব্যক্তি বা এজেন্ট আলাদাভাবে আবেদন করতে পারবে না।
- সব আবেদন প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরে যৌথ কমিটি (Joint Committee) দ্বারা যাচাই হবে।
কোটার মেয়াদ
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমান কোটা কার্যকর থাকবে। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেশের মোট জনশক্তির ১০% পর্যন্ত অনুমতি দেওয়া হবে।
তবে এবার বাংলাদেশ থেকে ঠিক কতজন শ্রমিক যেতে পারবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
Pingback: ইতালিতে পৌঁছার একদিন পর সোহাগ দেওয়ানের মৃত্যু - banglanewsstation.com