বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় ছেলেকে ছুরিকাঘাতে খুন করলেন আপন বাবা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

mirsharai father stabs son over second marriage
শাহেদ (২৪), সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে শাহেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নর আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শাহেদ ওই এলাকার বাসিন্দা নুরুজ্জামান এর একমাত্র ছেলে। ঘটনার পরপরই নুরুজ্জামান পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

Ad Page

মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়ে চলতি বছরের মে মাসে দেশে ফেরেন।

সম্প্রতি তিনি সিলেটের এক নারীকে গোপনে বিয়ে করেন। শাহেদ ও তার মা বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার রাতে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন নুরুজ্জামান।

বুধবার সন্ধ্যার দিকে শাহেদ ও তার মা বাড়ি ফিরে বিষয়টি জানার পর বাবার সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নুরুজ্জামান ছেলের বুকে ছুরি চালিয়ে দেন।

গুরুতর আহত শাহেদকে দ্রুত উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আতিকুর রহমান আরও জানান, শাহেদ ছিলেন নুরুজ্জামানের একমাত্র ছেলে এবং পারিবারিক সম্মান রক্ষার জন্যই বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ জানায়।

নিহতের মরদেহ হেফাজতে নিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠিয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই নুরুজ্জামান পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মীরসরাই থানা পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বাবা-ছেলের সম্পর্ক ছিল বেশ ভালো। এমন নির্মম ঘটনা কেউ কল্পনাও করেননি।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদ হলেও খুনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দ্রুত নুরুজ্জামানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *