প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার ৩০০ ফিট সড়কের রূপগঞ্জ এলাকায় ঘটে গেছে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা এলাকার ভুলতা-গাউছিয়া রোডে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার মোটরসাইকেল ও iPhone ছিনিয়ে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গতি রোধ করে। এ সময় একটি বাইকের পেছন থেকে নামা এক দুর্বৃত্তকে দা হাতে আক্রমণ করতে দেখা যায়।
ঘটনায় আহত যুবকের নাম জিসান, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিক্সার জিসান’ নামে পরিচিত।
তার বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার ভুচ্চি বাজার (জামুয়া) গ্রামে।
তার এক আত্মীয় রিদওয়ান আহমেদ জানান,
“গতকাল রাতে ৩০০ ফিট সড়কে বাইক চালিয়ে যাচ্ছিল আমার ভাই জিসান। তখন হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এবং তার সঙ্গীকে কুপিয়ে আহত করে। তারা দুজনের iPhone এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।”
তিনি আরও জানান, জিসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
মিক্সার জিসান ভাই’ নামের একটি ফেসবুক পেজে জিসান দাবি করেন,
“আমাদের উপর ৫-৬ রাউন্ড গুলি চালানো হয়। আমার পায়ে এবং আমার সঙ্গীর মাথায় কোপ দেওয়া হয়েছে। আমাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি **iPhone এবং একটি iPad নিয়ে গেছে দুর্বৃত্তরা।”
ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা পরিকল্পিতভাবে সামনে এসে বাইক থামায় এবং গতি রোধ করে, পরে তারা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,
ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
তাদের দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।