ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

thalapathy vijay vs bjp 2025
TVK chief Vijay waves at supporters during the party’s conference at Parapathi in Madurai on August 21, 2025. | Photo Credit: Moorthy G

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার ও উদীয়মান রাজনীতিক থালাপতি বিজয় এবার প্রকাশ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে অবস্থান নিলেন। ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তিনি সরাসরি ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দ্য হিন্দু

বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

ভক্ত ও সমর্থকদের উদ্দেশে বিজয় বলেন, “আমাদের আদর্শগত শত্রু হলো বিজেপি এবং রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। টিভিকে কোনো ভীতু সংগঠন নয়, আমরা গোপনে ব্যবসা চালাই না। তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গেই আছে। চলুন, আমরা ফ্যাসিস্ট বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।”

 

 

তিনি আরও বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। জঙ্গলে শিয়াল অনেক, কিন্তু সিংহ একটাই—আর সেই সিংহই রাজা।”

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে উদ্দেশ করে বিজয় কটাক্ষ করে বলেন, “আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের পথ সহজ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিল জনগণও বিজেপির সঙ্গে কখনো থাকবে না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয় তার নবগঠিত দল টিভিকেকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনই হবে তার প্রথম বড় রাজনৈতিক লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *