তাওহীদ আফ্রিদির বাবাকে কাঠগড়ায় দেখে অঝরে কাঁদলেন মা, আদালত দিলেন ৫ দিনের রিমান্ড

📅 মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

tohid afridi father nasir uddin remand court photo
touhid-afridi-father, picture collected

বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও কন্টেন্ট নির্মাতা তাওহীদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রবিবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুনঃ তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়া আসাদুল হক বাবুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তাওহীদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।

tohid afridi father nasir uddin remand court photo bns
touhid-afridi-father, picture collected

আদালতে হাজির করার সময় নাসির উদ্দিনকে কাঠগড়ায় দেখে অঝরে কেঁদে ফেলেন তার স্ত্রী। পুরো আদালত কক্ষ তখন আবেগঘন হয়ে ওঠে।

চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের সূত্রে জানা গেছে, মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামিদের ভূমিকা নিশ্চিত করতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *